ব্যাক্তির চৌহদ্দি ছাড়িয়ে আমাদের ক্ষুদ্র গোষ্ঠীগত প্রয়াস

প্যালেস্টাইনের কেড়ে নেয়া জমিতে কেমন করে লড়ছে নয়া প্রজন্ম । দক্ষিণ হাডসন উপত্যকায় লাখো নেটিভ আমেরিকান খুন হয়েছে কেন , বস্তার – দান্তেওয়ারা-তামাম মধ্যভারতে কেমন চলছে লুট , বাবুদের নৃশংস উন্নয়নের উল্লাস ; সেখানে বন-জমির মালিক আদিবাসিরা কেমন আছে জানেন ?? নিজের দেশের ভেতর জাত-ধর্ম- বড়লোকি এরকম একটার পর একটা অদৃশ্য দেয়াল হুটোপুটি করে ভাগাভাগি করে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে । রোজ দিনের আলোয় কেমন করে ভাষার টুঁটি চিপে ধরে মেরে ফেলা হয় বহুজাতিক বিশ্বায়নের উঠোনে ?
চলে আসুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লিটিল ম্যাগাজিন মেলায় এই সবকটা ম্যাগাজিন দেখতে ও পড়তে চাইলে । ব্যাক্তির চৌহদ্দি ছাড়িয়ে আমাদের ক্ষুদ্র গোষ্ঠীগত প্রয়াস ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *